তরুণ জার্মান তারকা আলেক্সান্দার জেরেভকে হারিয়ে এটিপি ট্যুর ফাইনালের শেষ চারে পৌঁছে গেছেন রজার ফেদেরার। এর মাধ্যমে ট্যুর ফাইনালের সপ্তম শিরোপার পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন সুইস সুপারস্টার।
বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ফেদেরার মঙ্গলবার জার্মানীর তৃতীয় বাছাই জেরেভকে ৭-৬ (৮/৯), ৫-৭, ৬-১ গেমে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেন। লন্ডনের ও২ এরিনাতে প্রথম খেলোয়াড় হিসেবে ফেদেরার শেষ চারে পৌঁছান।
ম্যাচ শেষে সুইস তারকা বলেন, আজকের লড়াইটা দারুন ছিল। সুন্দর এই এরিনাতে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। লন্ডনের আমার অনেক সাফল্য আছে। আজকের এই বিশেষ রাতটার জন্য সবাইকে ধন্যবাদ। মারিন সিলিচের বিপক্ষে এখন আমি বেশ স্বস্তি নিয়ে খেলতে পারবো। এবারের গ্রুপটা বেশ কঠিন ছিল।
এর আগে দিনের শুরুতে বরিস বেকার গ্রুপে জ্যাক সক কঠিন লড়াইয়ের পরে ৫-৭, ৬-২, ৭-৬ (৭/৪) গেমে উইম্বলডনের ফাইনালিস্ট মারিন সিলিচকে পরাজিত করেছেন। প্রতি গ্রুপের শীর্ষ দুই খেলোয়াড় নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সককে পরাজিত করা ফেদেরার বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালের অনুপস্থিতিতে এখন টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবেই টিকে রয়েছেন।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম