স্বাগতিক ভারতের সঙ্গে বৃহস্পতিবার তিন টেস্টের সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী শ্রীলঙ্কা। টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে আপসেট ঘটাতে চায় দিনেশ চান্ডিমালের নেতৃত্বাধীন তুলনামূলক দুর্বল লংকানরা। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
ভারত-শ্রীলংকা টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স:
১ম টেস্ট- নভেম্বর ১৬-২০, কলকাতা
২য় টেস্ট-নভেম্বর ২৪-২৮, নাগপুর
৩য় টেস্ট-ডিসেম্বর ২-৬ দিল্লি
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল,মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা।
শ্রীলঙ্কা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্বে, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, এ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে,রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লক্ষন সান্দাকান, বিশ^ ফার্নান্দো, দাসুন শানাকা, নিরোশান ডিকবেলা, রোশেন সিলভা।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম