ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন টেস্ট সিরিজে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতের সাবেক পেসার আশীষ নেহরার। নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-২০ সিরিজে ১ নভেম্বর প্রথম ম্যাচ খেলে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেয়া নেহরা বৃহস্পতিবার কোলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কা-ভারতের প্রথম টেস্ট দিয়ে ধারাভাষ্যকার হিসেবে আবির্ভুত হবেন। সংক্ষিপ্ত ভার্সনে ডেথ বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বাঁ-হাতি এ পেসার অনেক ম্যাচেই ভারতের ত্রাণকর্তা ছিলেন।
১৯৯৯ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া নেহরা ক্যারিয়ারে ১৭ টেস্টে ৪৪ উইকেট শিকার করেছেন।
২০০১ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া নেহরা ১২০ ম্যাচে ১৫৭ উইকেট ছাড়াও ২৭টি টি-২০ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেন।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম