২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল অস্ট্রেলিয়া। ঘরের মাঠ সিডনি অলিম্পিক স্টেডিয়ামে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে মেলি জেডিনাকরা।
আর বিশ্বকাপে তুলতে দারুণ খেলা উপহার দিয়েছেন অধিনায়ক মেলি জেডিনাক। ক্যাঙারুদের হয়ে দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন এ অস্ট্রেলিয়ান৷ অ্যাস্টন ভিলার তারকা ফুটবলার জেডিনাক৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন৷ এরপর পেনাল্টি থেকে আরও দুটি গোল করে( ৭২ ও ৮৫ মিনিটে) হন্ডুরাসের কফিনে শেষ পেরেক পুতে দেন তিনি৷ হন্ডুরাসের হয়ে ৯৩ মিনিটে একমাত্র গোল এলিসের৷
প্রথম লেগে হন্ডুরাসের বিরুদ্ধে ড্র করেছিল অস্ট্রেলিয়া৷ ফিরতি লেগে ঘরের মাঠ সিডনি অলিম্পিক স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়ে বিশ্বকাপ খেলার টিকিট পাকা করল সকারুরা৷ এই নিয়ে টানা চারবার ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা পেল অস্ট্রেলিয়া৷
বিডিপ্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান