রাশিয়ার ক্রাসনাধারে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের বিরতির সময় ড্রেসিংরুমে হঠাৎ বেহুশ হয়ে যাওয়া সার্জিও আগুয়েরোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানায়,‘ ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোর শরীরের তাপমাত্রা হঠাৎ করেই কমে গেছে। যে কারণে রুটিন পরীক্ষার অংশ হিসেবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গত শনিবার রাশিয়ার বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে জয় পাইয়ে দেওয়া আগুয়েরো মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষেও গোল করেছেন। ৩৬তম মিনিটে তার দেয়া গোলে নাইজেরিয়ার বিপক্ষে সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু বিরতীর সময় অসুস্থ হয়ে পড়ায় তাকে আর মাঠে নামানো হয়নি।
ডাক্তার ডোনাটো ভিলানির তত্ত্বাবধানে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। অতীতে হৃদযন্ত্রের সমস্যা জনীত রোগে আগুয়েরো ভুগেছেন উল্লেখ করে ডাক্তার ভিরানি বলেন,‘ তিনি আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ১৫ বছর বয়স থেকেই তার মধ্যে এই রোগ বাসা বেঁধেছে। এখন আমরা নিশ্চিন্ত হতে চাই যে তার মধ্যে বড় কোনো রোগ নেই। বিষয়টি নিশ্চিত হবার জন্য আমরা অপেক্ষা করব।’
ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা আগুয়েরো দুই মাসেরও কম সময় আগে স্বাস্থ্য ঝুকিতে পড়েছিলেন। আমস্টার্ডামে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। এ সময় তার পাজরের হাড় ভেঙ্গে গিয়েছিল।
মঙ্গলবারের প্রীতি ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও নাইজেরিয়া ৪-২ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনাকে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম