ক্রিশ্চিয়ানো রোনালদো।যাকে বলা হয় রিয়ালের প্রাণ ভোমরা।রিয়াল মাদ্রিদ আর রোনালদো যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ।২০০৯ সাল থেকে মাদ্রিদে আছেন সি আর সেভেন।দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ক্লাবটির সাথে। কিন্তু সে সম্পর্ক আর এগিয়ে নিতে চাচ্ছেন না এ পর্তুগীজ তারকা।
একদিকে রিয়ালে বর্তমানে সময়টাৎও ভালো যাচ্ছে না তার গোল খরায় ভুগছেন। তারমধ্যে আবার গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন তিনি।
তথ্যমতে, রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আছে ২০২১ সাল পর্যন্ত। তবে স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, রোনালদো নাকি রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি নন। শুধু তাই নয়, এই মৌসুম শেষেই তিনি রিয়াল ছাড়তে চান। অর্থাৎ আগামী জুন মাসের পরে তিনি আর ক্লাবে থাকতে চান না।
এছাড়া একটি স্প্যানিশ টিভি চ্যানেলের সাংবাদিক দাবি করেছেন, রোনালদো নাকি তার ইচ্ছের কথা রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এও শোনা গেছে, পেরেজ নাকি তার কথা মানতে চাননি।
আর যদি ব্যাপার গুলো ব্যাটে-বলে কানেকশন হয়ে যায় তবে নিশ্চিত আগামী মৌসুমে নতুন জার্সিতে ফুটবল মাতাবেন সিআরসেভেন।
বিডিপ্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান