নাইজেরিয়ার বিরুদ্ধে মঙ্গলবার ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার হারের পর দলের তীব্র সমালোচনা করেন ফুটবল রাজপুত্র দিয়েগো মারাডোনা। সেই সাথে আরও একবার দেশের কোচ হওয়ার আর্জিও জানান তিনি।
বুধবার ইন্সটাগ্রামে জাতীয় দলের কোচ জর্জি স্যামপাওলির সমালোচনা করে মারাডোনা লিখেছেন, ‘আমার খুব খারাপ লাগছে। কারণ ওরা আমাদের গর্ব জঞ্জালি দিয়েছে। কিন্তু এতে ছেলেদের কোনও দোষ নেই।’ তারপর তিনি লেখেন, ‘আই ওয়ান্ট টু কাম ব্যাক!!!’
তারপর ১১ জন আর্জেন্টিনা দলের ম্যানেজারের পরিসংখ্যান তুলে ধরে মারাডোনা লিখেছেন এদের সাফল্য ৭৫ শতাংশ। এদের মধ্যে রয়েছেন সিজার লুইস মেনোত্তি, যিনি ১৯৭৮ দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। রয়েছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কার্লোস বিলার্দো।
শেষবার ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্তিনার কোচিং করিয়েছেন মারাডোনা। কিন্তু বিশ্বকাপে দল ভালো ফল না-করায় জাতীয় দলের ম্যানেজারের পদ ছাড়েন তিনি। কিন্তু মঙ্গলবার নাইজেরিরার কাছে আর্জেন্টিনা ২-৪ গোলে হারের পর ফের জাতীয় দলের ম্যানেজার হওয়ার আগ্রহ দেখান মারাডোনা। বর্তমান সংযুক্ত আরব আমীরশাহির আল ফুজাইরা দলের কোচ রয়েছেন মারাডোনা।
জুন থেকে জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন স্যামপাওলি। প্রথম আটটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে আর্জেন্টিনা। স্যামপাওলির কোচিংয়ে আগামী বছর রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে মেসির দুরন্ত হ্যাটট্রিকে রাশিয়া বিশ্বকাপের চাড়পত্র পায় আর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ