বিদেশি লিগে খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নিয়মে আপত্তি নেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তিনি বলেন, আমার মনে হয় বাংলাদেশ দলে যারা খেলছে বা ভবিষ্যতে খেলবে তাদের স্বপ্ন বাংলাদেশ দলের হয়ে খেলা। এখানে বিরাট কোন ইস্যু আছে বলে মনে হয় না।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সম্প্রতি জানান, ক্রিকেটাররা দুইটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবে না। ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে এবং ফিট রাখতেই হয়তো এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার একটি অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, বাংলাদেশের ক'জনই বা বাইরে খেলে? হয়তো সাকিব খেলে। সে আইপিএল খেলে, মুস্তাফিজ আইপিএল খেলে। আইপিএল ছাড়া অন্যান্য লিগগুলোতে হয়তো সাকিব খেলে। আমার কাছে মনে হয় না এটা কোনো সমস্যা। আমি জানি না কী সিদ্ধান্ত হয়েছে। তবে সবাই চায় বাংলাদেশের হয়ে খেলতে, নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/ফারজানা