ফিফা বর্ষসেরা হওয়ার পর এবার ফুটবলের জনপ্রিয় সাইট গোল ডটকমের ৩৭টি ব্যুরোর সাংবাদিকদের ভোটে টানা দ্বিতীয়বারে মতো বিশ্বসেরা নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সব মিলিয়ে এই পুরস্কারটি পঞ্চমবারের মতো নিজের করে নিলেন পর্তুগাল তারকা।
গত মৌসুমে রিয়ালের স্প্যানিশ লা লিগা খেতাব জয়ে বিশাল দুর্দান্ত ভূমিকা রাখেন রাখেন রোনালদো। ২৯টি ম্যাচে তার গোলসংখ্যা ছিল ২৫টি। আবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক করেন সিআর সেভেন। তার হ্যাটট্রিকই উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদকে। এরপর ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর জোড়া গোল রিয়াল মাদ্রিদকে দ্বাদশবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করে। গত মৌসুমে রিয়ালের সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় অবদানই ছিল তার।
রোনাল্ডোর পর বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় পরের ৭ জন হলেন জিয়ানলুইজি বুফন, লুকা মদরিচ, লিওনেল মেসি, সার্জিও রামোস, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব