লাইপোথাইমিয়ায় আক্রান্ত আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়েরো। রাশিয়ার ক্রাসনোদার-এ মঙ্গলবার নাইজিরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ ছিল। সেই ম্যাচের বিরতিতেই জ্ঞান হারান আগুয়োরো। এজন্য তাকে আর মাঠে নামানো হয়নি।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ম্যানচেস্টার সিটির স্টাইকার লাইপোথাইমিয়ায় আক্রান্ত। এই রোগে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে মানুষ। মাঝে মাঝেই এমনটা হতে পারে আগুয়েরোর।
ডাক্তার ডোনাটো ভিলানি বলেন, এর আগে দু’বার এমনটা হয়েছিল আগুয়েরোর সঙ্গে। প্রথম বার যখন হয়, তখন তার বয়স ছিল মাত্র ১৫। একটু বড় বয়সে আর এক বার হয়। সে বার তার একটি অস্ত্রোপচারও হয়েছিল।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/ফারজানা