নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়ে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। ৩৬ বছর পর এবার বিশ্বকাপে খেলবে তারা। শেষবার ১৯৮২ সালে বিশ্বকাপে খেলেছিল পেরুর ফুটবল দল।
এর আগে শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম লেগে ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় লেগে দুই অর্ধে দু'টি করে গোল করেন জেফারসন ফারফান ও ক্রিস্টিয়ান ব়্যামস।
এদিন ম্যাচের ২৭ মিনিটে ক্রিস্টয়ান কুয়েভার পাস থেকে পেরুর হয়ে গোলের দরজা খোলেন ফারফান। দ্বিতীয় অর্ধে ৬৫ মিনিটে গোল পান ব়্যামস। ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল পেরু।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ