দু’বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস। কিন্তু গোল বেধেছে খেলোয়াড় ধরে রাখায়। আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দু’জন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে দল। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে সমস্যায় চেন্নাই সুপার কিংস।
জানা গেছে, চেন্নাই সুপার কিংস ধরে রাখতে চাইছে এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন ও ফাফ দু প্লেসিকে। এই দলের সব থেকে সফল ব্যাটসম্যান সুরেশ রায়নাকে ধরে রাখতে হলে সমস্যায় পড়তে হবে সিএসকেকে। গত আট বছরে ধোনি ও রায়না একই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছে। দু’জনেই দলকে সাফল্য এনে দিয়েছিল।
আইপিএল গভর্নিং কাউন্সিলেন এক সদস্য জানিয়েছেন, তারা মিটিংয়ে একজন ভারতীয় ও দু’জন বিদেশি ধরে রাখার প্রস্তাব দেবে। আর যেসব খেলোয়ারড়া পুণে ও গুজরাতের গত দু’বছর খেলেছেন তাদের যাতে চেন্নাই ও রাজস্থান ধরে রাখতে পারে সেই দাবিও জানানো হবে। আগামী মাসের ওয়ার্কশপে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে এই প্রস্তাব রাখা হবে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর