শীত পড়তে না পড়তেই আবারও দূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, এদেশের রাজধানীতে দূষণকে সামনে রেখে গোটা বিশ্বকে সতর্ক করেছে ইউনিসেফ। আর এমন পরিস্থিতিতে নিজের শহরের দূষণ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দিল্লিবাসীকে তার বার্তা, দূষণের কারণ নিয়ে তর্ক না করে, দূষণ রোধ করার উদ্যোগ নিন। কীভাবে দিল্লিতে দূষণ কমানো যেতে পারে, তা নিয়েও কিছু পরামর্শ দিয়েছেন কোহলি।
বুধবার রাতে নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দিল্লিবাসীকে কোহলি বলেন, ‘আমরা সকলেই জানি, দিল্লিতে দুষণ কী হারে বেড়েছে। এ বিষযে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ অনেকেই এখন দূষণের কারণ খুঁজতে ব্যস্ত। কিন্তু দূষণ রোধে আমরা কী করছি? আমরা যদি দূষণের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই, তাহলে সবাইকে একসঙ্গে খেলতে হবে। দূষণের মাত্রা কমিয়ে আনা আমাদের সকলেরই দায়িত্ব। বিশেষ করে যারা দিল্লিতে থাকেন, এটা তাদের দায়িত্ব।’
ভারতীয় ক্রিকেট অধিনায়ক আরও বলেন, ‘আমি সাধারণ মানুষের কাছে আবেদন করছি, একটা গাড়িতে যতসম্ভব বেশি মানুষ যাতায়াত করুন। বাস, মেট্রো, যদি সম্ভব হয়, অনেক জন মিলে ক্যাবে চড়ুন।’
উল্লেখ্য, দিল্লিতে দূষণ নতুন কিছু নয়। কিন্তু, সম্প্রতি রাজধানীতে যেহারে দূষণের মাত্রা বেড়েছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন পরিবেশবিদরা। বুধবার এ বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে বৈঠকও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ