নিজ দেশ ভারতকে চরম অসম্মান বিরাট কোহলির। যা নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল গড়ানোর আগেই তোলপাড় ভারতীয় ক্রিকেট। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ১১.৫ ওভার। এর মধ্যেই ভারত ১৭ রান তুলতে গিয়ে হারিয়ে ফেলে তিন উইকেট।
তবে ঘটনা ব্যাটিং-বিপর্যয় নিয়ে নয়, ইডেনে ভারত অধিনায়ক কোহলি অন্য এক কাণ্ড করে বসেছেন। আসলে ম্যাচ শুরু হওয়ার আগে প্রথা মাফিক জাতীয় সঙ্গীত গাওয়ার সময়েই ‘ভুল’ করে বসেন কোহলি। জাতীয় সঙ্গীত চলাকালীন দেখা যায় কোহলিকে চুইংগাম চেবাতে। সেই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এর আগে দেশের হয়ে অভিষেক-ম্যাচেই জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চিবিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন কাশ্মীরী ক্রিকেটার পারভেজ রসুল। তারপর ব্যাপকভাবে গোটা ভারতেই সমালোচিত হন তিনি। তবে রসুলের মতো বিতর্কে জড়িয়ে আপাতত এখনই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রদিকে বৃহস্পতিবার ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ১১ বলে রানের খাতা খোলার আগেই লাকমলের বলে লেগ বিফোর হয়ে যান তিনি। লোকেশ রাহুল (০), শিখর ধবনও (৮) ব্যাট হাতে একদম ব্যর্থ। ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে (০) এবং চেতেশ্বর পূজারা (৮)।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর