মঞ্চ প্রস্তুত ছিল। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের জন্য রীতিমতো সেজেও উঠেছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। কিন্তু বুধবারের মতো বৃহস্পতিবারও দফায় দফায় হাওয়া-বৃষ্টির কারণে সময়মতো শুরুই হল না খেলা। সকাল থেকেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। সেকারণেই টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা।
ভারত ব্যাট করতে নামার পর প্রথম বল গড়ানোর আগেও কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। মাঠে নেমেও উঠে যেতে হয় শিখর ধাওয়ান, লোকেশরাহুলসহ শ্রীলঙ্কা দলকে। আর এতেই হয়তো মনসংযোগে বিঘ্ন ঘটেছিল রাহুলের। যার জন্য পরে খেলা শুরু হতেই প্রথম বলে আউট হন তিনি। এরপর ব্যক্তিগত ৮ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ানও। বেশিক্ষণ ক্রিজে ছিলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলিও। শূন্য রানে লাকমলের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান তিনি।
ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৮) এবং জিঙ্ক রাহানে (০)। এদিকে লংকান বোলার লাকমলের বোলিং পরিসংখ্যান ৬-৬-০-৩। যদিও এই ১২ ওভারের মাঝেও বৃষ্টি এবং খারাপ আলোর জন্য বেশ কয়েকবার বন্ধ রাখা হয় খেলা। শেষ পর্যন্ত জ্বালাতে হয়ে ফ্লাড লাইটের আলোও।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর