দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামে গতবারের রানার্স আপ রাজশাহী কিংস। সিলেটের বিপক্ষে ৭ উইকেটে জিতে যায় দলটি।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় টায় হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় খুলনা টাইটান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটানস। চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
পাঁচ ম্যাচে দুইটিতে জয়, দুইটিতে হার ও একটিতে ড্র নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইটান্স। সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র একটিতে জয়, তিনটিতে হার এবং একটিতে ড্র নিয়ে খুলনার পরেই অবস্থান চিটাগংয়ের।
বিডি প্রতিনিধি/১৭ নভেম্বর ২০১৭/আরাফাত