শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে তিনি নেই। আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা। টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ। ফিটনেসে তাই কমতি রাখতে চাইছেন না তিনি।
টুইটারে নিজের একটি সিক্স প্যাক এর ছবি দিয়েছেন বুমরা। সেই সঙ্গে লিখেছেন, ‘নিষ্ঠা ও পরিশ্রমই ধারাবাহিক সাফল্যের কারণ।’ বুমরার সেই সিক্স প্যাকের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইয়ো ইয়ো টেস্ট পাস না করলে ভারতীয় দলে ঢোকা যাবে না। তাই ফিটনেসে যাতে কমতি না থাকে, তাই জিমে সময় কাটাচ্ছেন বুমরা। তার সিক্স প্যাকের ছবি তো টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
এক নারী ভক্ত লিখেছেন, ‘ওহ, আমি তো অজ্ঞান হয়ে যাব।’ আরেক নারী ভক্ত বলেছেন, ‘তোমাকে দেখতে দারুণ লাগছে।’ আর একজনের কথায়, ‘ইয়র্কার স্পেশালিস্টের সিক্স প্যাকও দুর্দান্ত।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর