শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত 'নিদহাস' ত্রিদেশীয় টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ও ভারতকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের সূচি শুক্রবার ঘোষণা করে দেশটির বোর্ড। আগামী বছরের ৮ মার্চ খেলা শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ মার্চ।
মোট ৭টি ম্যাচ খেলা হবে। সবগুলো খেলা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দল লীগ পর্বে অপর দলের দুইবার করে মুখোমুখি হবে।
বিডিপ্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান