প্রথমবার মা হওয়ার পর বিয়েটাও সেরে ফেলেছেন মার্কিন টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়াম। বর দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক রেডডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান।গত বৃহস্পতিবার মেয়ে অ্যালেক্সিসকেই নিয়েই বিয়ের পোশাকে অনুষ্ঠানস্থলে হাজির হন কনে সেরেনা।এদিন তিনি পরেছিলেন সারাহ বার্টনের ডিজাইনকরা সাদা রঙের গাউন।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/ফারজানা