এভিন লুইস ও কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে রাজশাহী কিংসকে ২০২ রানের বড় টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
শনিবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার শহীদ আফ্রিদি ও এভিন লুইস। ৮ বলে ১৫ রান করে দলীয় ৫৩ রানে ফিরে গেলেও ঝড় অব্যাহত রাখেন লুইস। আউট হওয়ার আগে ৩৮ বলে ৬৮ রান করেন তিনি।
অন্যদিকে, মিডল অর্ডার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে না পারলেও ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন আরেক ক্যারিবীয়ান কাইরন পোলার্ড। যদিও দুই দুই বার তার সহজ ক্যাচ লুফে নিতে পারেনি রাজশাহীর ফিল্ডাররা। শেষ পর্যন্ত ২৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/মাহবুব