বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কোহালির সমসাময়িকদের মধ্যে কোহালি ছাড়াও বিশ্বের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসনকে। কিন্তু উইলিয়ামসন ছাড়া বাকি দু’জনের থেকেই পিছিয়ে বিরাট। জেনে নিন, বিস্তারিত-
২৯ বছর বয়সী কোহালি এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে খেলেছেন ৬৩টি টেস্ট। ৬৩ টেস্টে কোহালির মোট রান ৫২৬৮, সেঞ্চুরি ২০টি। কিন্তু স্মিথ-রুটদের সঙ্গে যদি তুলনায় বেশ কিছুটা কম।
বিরাটের সমসংখ্যক টেস্ট খেলে রুটের রান ৫৪৯৯, গড়: ৫২.৩৭। পিছিয়ে নেই কেন উইলিয়ামসনও। বিরাটের মতো ৬৩ টেস্ট খেলা কিউয়ি অধিনায়কের রান ৫২১৪, গড়: ৫০.৬২। বিরাটের থেকে ৪টি টেস্ট কম খেলে স্টিভ স্মিথের রান ৫৭৯৬, গড়: ৬২.৩২।
ভারতের বাইরে মোট ৩১টি টেস্ট খেলেছেন বিরাট। বিদেশের মাঠে কোহালির টেস্ট গড় ৪৫.১৩। সেখানে বিদেশের মাটিতে স্মিথের টেস্ট সংখ্যা ৩২টি। গড়ও বিরাটের থেকে বেশ ভাল। স্মিথের গড় ৫৩.৯৪।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর