কোচ হিসেবে ক্লাউদি পলকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি। এবার এই দলটির কোচ হতে যাচ্ছেন ব্রেন্ডন রজার্স। বর্তমান ক্লাব সেল্টিক রজার্সকে আলোচনার অনুমতি দেওয়ায় তার নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
গ্লাসগোতে সেল্টিকের হয়ে সাতটি ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা জিতেছেন রজার্স। তাই নর্দান আইরিশম্যানকে দলে ভেড়াতে আগ্রহী লেস্টার। অন্যদিকে রজার্স সেল্টিক ছাড়লে তার পরিবর্তে সেখানে কোচের দায়িত্ব নিতে মুখিয়ে রয়েছেন দলটির প্রথম বিভাগের কোচ জন কেনেডি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ