মর্যাদার এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরলেন অধিনায়ক সার্জিও রামোস। এর আগে, জিরোনার বিপক্ষে লাল কার্ড দেখায় লা লিগায় পরের ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলতে পারেননি সার্জিও রামোস।
কোপা দেল’রের ম্যাচে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর পরের ম্যাচেও লা লিগায় মেসি-সুয়ারেজ-কুতিনহোদের বিপক্ষে খেলবে বেনজেমা-বেলরা। ঠিক এই সময়ে অভিজ্ঞ রামোস দলে ফেরায় আত্মবিশ্বাস ফিরে পেতে পারে অন্য সতীর্থরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ