স্প্যানিশ কোপা দেল’রের সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে ঘরের মাঠের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে ঠাঁই হচ্ছে না রিয়ালের অন্যতম তারকা ইস্কোর।
ক্লাসিকোর আগে বুধবার ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি। প্রাথমিক এ তালিকা থেকে আরো একজনকে বাদ দিতে হবে আর্জেন্টাইন এ কোচকে। চলতি সপ্তাহে মাঠে নামার জন্য ইস্কোকে সবুজ সংকেত দিয়েছিলেন ডাক্তাররা। পিঠের চোটের কারণে রিয়ালের হয়ে গত চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ফিটনেসের সার্টিফিকেট পেলেও বার্সার বিপক্ষে ম্যাচে তাকে দলে নেননি সোলারি।
সেমিফাইনালের প্রথম লেগে গত ৬ ফেব্রুয়ারি বার্সেলোনার মাঠে খেলতে গিয়েছিল রিয়াল। ১-১ গোলে ড্র করে কোপার ফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রেখেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ