অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট অভিনব এক আউটের শিকার হলেন। শেফিল্ড শিল্ডের ম্যাচে সিডনির ওভাল গ্রাউন্ডে খেলা চলছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও সাউথ ওয়েলসের মধ্যে।
৪৫ বলে মাত্র তিন রানে ব্যাট করছিলেন কার্টরাইট। বল করছিলেন লেগ স্পিনার জেসন সাংঘা। তাঁর শর্ট বলে পুল শট মারলেন কার্টরাইট। তাঁর সেই শট শর্ট লেগ ফিল্ডার নিক লারকিনের হেলমেটে লাগে। হেলমেটে লেগে উপরে উঠে যাওয়া বল ছুটে এসে তালুবন্দি করেন সাংঘা। আউট হয়ে যান কার্টরাইট।
ফিল্ডিং করার সময় হেলমেটে বলের আঘাত লাগলেও লারকিনের শারীরিক কোন সমস্যা হয়নি। যদিও হেলমেটটা বদলে ফেলতে হয় তাঁকে।
ক্রিকেট ডট কম জানিয়েছে, ২০১৭ সালের আগে পর্যন্ত কোন বল হেলমেটে লাগলে তাকে ডেড বল দেওয়া হত। কিন্তু পরে নিয়মে বদল আনা হয়। মাথায় বল লেগে ফিলিপ হিউজের মৃত্যুর পর বদলে যায় নিয়ম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ