হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে কালো ব্যাজ পরে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাজধানীর চক বাজারে দুর্ঘটনায় হতাহত এবং কোচ সৈয়দ আলতাফ হোসেনকে স্মরনে শোক প্রকাশ করে কালো ব্যাজ পরে মাঠে নামে বাংলাদেশ। ।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চক বাজারে কেমিক্যালের গোডাউন থেকে আগুনে নিহত হয় ৭০ জনের মতো মানুষ। চক বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয় আরো অনেকেই।
এরপর গত মঙ্গলবার রাতে বাংলাদেশে ক্রিকেট কোচিংয়ের অগ্রদূত, জাতীয় দলের সাবেক কোচ, নারী ক্রিকেটের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব সৈয়দ আলতাফ হোসেন চলে যান না ফেরার দেশে।
এ দুটি বড় ঘটনায় শোক প্রকাশ করতে কালো ব্যাজ ধারণ করেন তামিম-মাহমুদউল্লাহ'রা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন