আশঙ্কাই সত্যি হলো, চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন রামোস। আয়াক্স ও রিয়াল মাদ্রিদের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইচ্ছাকৃত হলুদ খাওয়ার শাস্তি হিসেবেই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো রামোসকে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটি রিয়াল অধিনায়কের তৃতীয় হলুদ কার্ড। এ কারনে এমনিতেই সান্তিয়াগো বার্নাব্যুতে আয়াক্সের বিপক্ষে ৫ মার্চ ফিরতি লেগে মাঠের বাইরেই থাকতে হতো। রিয়াল কোয়ার্টার ফাইনালে উঠলে তিনি যেন নির্ভার হয়ে খেলতে পারেন, এ কারণেই ইচ্ছাকৃত কার্ড দেখেন রামোস।
এমনকি নিজের এই পরিকল্পনার কথা ম্যাচ শেষে স্প্যানিশ একটি টেলিভিশন চ্যানেলের কাছে নিজেই স্বীকার করেন। বলেন, ‘যদি বলি আমি ইচ্ছা করে ফাউল করিনি, তাহলে মিথ্যা বলা হবে।’
উয়েফার নিয়ম অনুযায়ী, কেউ যদি ইচ্ছা করে ফাউল করে হলুদ অথবা লাল কার্ড দেখেন, তাহলে তিনি দুই ম্যাচ কিংবা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হবেন।
রামোসের নিজের স্বীকারোক্তি ও মাঠের রেফারির বক্তব্য তদন্তের পর বৃহস্পতিবার রামোসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা। এই শাস্তির আওতায় শেষ ষোলোর ফিরতি লেগের পাশাপাশি সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও খেলতে পারবেন না রিয়াল অধিনায়ক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ