এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ বছর পর কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে ম্যানইউর মতো দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে উলভারহ্যাম্পটন।
শনিবার মলিনেয়াক্স স্টেডিয়ামে অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের ম্যাচের ৭০ মিনিটে রাউল জিমিনেজ গোল করে অচলবস্থার অবসান ঘটান। ৭৬ মিনিটের মাথায় দিয়েগো জটা ব্যবধান দ্বিগুণ করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড যোগ করা সময়ে (৯০+৫) একটি গোল শোধ করেন। কিন্তু সেই গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
সবশেষ ১৯৯৭-৯৮ মৌসুমে শেষ চারে খেলেছিল উলভারহ্যাম্পটন। ২১ বছর পর আবার সেমিফাইনাল নিশ্চিত করল উলভস। অন্যদিকে ৪৬ বছর পর এফএ কাপে উলভারহ্যাম্পটনের কাছে হার মানল ম্যানইউ। সবশেষ ১৯৭৩ সালের জানুয়ারিতে তাদের কাছে হেরেছিল রেড ডেভিলসরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ