উইম্বলডন ২০২৫ এখন জমজমাট শেষ ষোলো পর্বে। পুরুষ ও নারী এককে একাধিক শীর্ষ বাছাই খেলোয়াড় দারুণ ফর্মে পৌঁছেছেন চতুর্থ রাউন্ডে।
পুরুষদের এক নম্বর বাছাই ইতালিয়ান তারকা জানিক সিনার স্পেনের পেদ্রো মার্তিনেসকে সহজেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন। মাত্র এক ঘণ্টা ৪৫ মিনিটে ৬–১, ৬–৩, ৬–১ গেমে জয় তুলে নেন তিনি। অন্যদিকে অভিজ্ঞ গ্রিগর দিমিত্রভও স্ট্রেট সেটে জয় পেয়েছেন অস্ট্রিয়ার সেবাস্তিয়ান ওফনারের বিপক্ষে (৬–৩, ৬–৪, ৭–৬)।
নারী এককে চমক দেখিয়েছেন ১৭ বছর বয়সী রাশিয়ান টিনএজার ও সাত নম্বর বাছাই মিরা আন্দ্রিভা। তিনি আমেরিকার হেইলি বাপ্তিস্তেকে ৬–১, ৬–৩ গেমে উড়িয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
এদিকে বড় অঘটনের জন্ম দিয়েছেন ডেনমার্কের ক্লারা টাউসন। উইম্বলডনের ১১ নম্বর বাছাই এবং ২০২২ সালের চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনাকে সরাসরি সেটে (৭–৬, ৬–৩) হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন তিনি।
ইতালির এলিসাবেত্তা কোচিয়ারেত্তোকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন বেলিন্দা বেন্সিচ। কোচিয়ারেত্তো প্রথম রাউন্ডে তিন নম্বর বাছাই জেসিকা পেগুলাকে হারিয়ে চমক দেখিয়েছিলেন।
রবিবার জমে উঠবে শেষ ষোলো। মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন ও দুই নম্বর বাছাই কার্লোস আলকারাস এবং ১৪ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভ। ম্যাচটি ঘিরে টেনিস ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
পাঁচ নম্বর বাছাই আমেরিকান টেলর ফ্রিটজ আজ মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জর্ডন থমসনের। চিলির নিকোলাস হারি, যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, খেলবেন ব্রিটেনের ক্যামেরন নরির বিপক্ষে।
অন্যদিকে, রাশিয়ার কারেন খাচানভের প্রতিপক্ষ পোল্যান্ডের কামিল মাচরজাক।
বিডি প্রতিদিন/মুসা