আসন্ন আইপিএলে দর্শকদের পোষা কুকুর নিয়ে মাঠে প্রবেশের এবং খেলা উপভোগের সুযোগ করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কুকুরের সেবায় মাঠে নিযুক্ত থাকবেন বেশ কয়েকজন খ্যাতনামা বিশেষজ্ঞও।
ফ্র্যাঞ্চাইজিটি আহ্বান জানিয়েছে, পোষা কুকুর নিয়ে দর্শকদের মাঠে আসতে। দলটির হোম ভেন্যু চেন্নাস্বামী স্টেডিয়াম। সেখানে ম্যাচ চলাকালীন ডগআউটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে আরসিবি জানিয়েছে, আমরা সহানুভূতি ও ঐক্যে বিশ্বাস করে। সব ভক্তের ব্যাপারে ভাবি। অনেকের পোষা প্রাণী আছে। প্রাণীগুলো তাদের পরিবারেরই অংশ। আমরা সেগুলোকে আমাদের পরিবারের অংশ বানাতে চাই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ