নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লাল সবুজদের।
বুধবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে ভারতের নারী ফুটবল দল। বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এদিন শুরু থেকেই দুর্দান্ত ছিল ভারতের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় ভারত। আর শেষের দিকে যোগ করা সময়ে চতুর্থবার বল পাঠিয়ে মাঠ ছাড়ে গত চারবারের চ্যাম্পিয়নরা।
এর আগেও ভারতের সঙ্গে ৯ বারের মুখোমুখিতে আটবারই হেরেছে বাংলাদেশ। শুধুমাত্র একটিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গত নভেম্বরে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশকে ৭-১ গোলে হারিয়েছিল ভারত।
সাফ ফুটবলে আগের চারটি আসরে মাত্র একবার মাত্র ফাইনালে উঠতে পেরেছিল বাংলাদেশ। সেটা ছিল গত আসরে। সেবার স্বাগতিক ভারতের কাছে হেরেই টুর্নামেন্টটির শিরোপা জেতা হয়নি মারিয়া-সাবিনাদের। আর এবার ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের।
বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৯/আরাফাত