রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দলে রেখেছিলেন কোচ লিওনেল স্কলানি। কিন্তু জাতীয় দলে ফিরেই ইনজুরির কবলে পড়লেন ডি মারিয়া।
ফরাসি ক্লাব পিএসজিতে দুর্দান্ত সময় কাটানো এই উইংঙ্গার দুদিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু পোড়া কপাল তার, দলে ফিরে খেলা হলো না।
জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে খেলেছেন ডি মারিয়া। সেই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেন পিএসজি তারকা। এরপর এ মৌসুমে পিএসজির জার্সি গায়ে ১৪টি গোলের পাশাপাশি ১৩টি এসিস্ট করে আর্বিভূত হয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে।
এ মাসের ২৩ ও ২৭ তারিখ ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন