মৌসুমের শুরু থেকেই আর্সেনাল ছেড়ে অ্যারন রামসির জুভেন্টাসে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। অবশেষে তিনি পাড়ি দিচ্ছেন নতুন ঠিকানায়, ছিন্ন করছেন অ্যামিরেটস স্টেডিয়ামের এগারো বছরের বন্ধন।
ওয়েলস এ তারকা মৌসুমের শেষপ্রান্তে এসে এবার গানারদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন। বিদায়ের সময় আবেগী হয়ে উঠতে দেখা গেছে রামসিকে।
আর্সেনালে আনুষ্ঠানিক বিদায় নিয়ে আবেগী রামসি ক্লাবের ওয়েবসাইটে জানান, ‘এটা একটা আবেগী দিন ছিল। এটা ছিল এগারো বছরের একটি অধ্যায়ের সমাপ্তি যেখানে মাঠের বাইরে ও ভিতরে আমি বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। আমি এখানে থেকে পরিণত হয়েছি। দীর্ঘ সময় ধরে সুযোগ পাওয়ায় আমি ক্লাবটির কাছে কৃতজ্ঞ। এখানে বেশি কিছু মহান বন্ধু ও ভালো মানুষ পেয়েছি। আর্সেন ওয়েঙ্গার এনে সুযোগ দেওয়াটি ছিল সত্যিই আমার জীবনে বিশেষ কিছু। আমাকে সমর্থন দেওয়ার জন্য সব কোচিং স্টাফ ও ভক্তদের ধন্যবাদ জানাই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ