২৫ মে, ২০১৯ ১৮:৫৩

বোল্টের তোপে ১৭৯ রানে গুটিয়ে গেল ভারত!

অনলাইন ডেস্ক

বোল্টের তোপে ১৭৯ রানে গুটিয়ে গেল ভারত!

সংগৃহীত ছবি

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে ভারতকে ধরা হয় হট ফেভারিট তালিকাদের মধ্যে অন্যতম। অথচ আসরের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রানে গুটিয়ে গেল সাবেক চ্যাম্পিয়নরা। 

শনিবার ইংল্যান্ডের লন্ডন ওভালের কেনিংসটনে নিজেদের  মাঠে নেমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। 

ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার ৫৪ রানের উপর ভর করে সব ক'টি উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ১৭৯ রান করে। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন মাত্র ১৮০ রান। 

স্কোর বোর্ডে মাত্র ২৪ রান যোগ করতেই তিন উইকেট হারায় ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দল ভারত। দলের ব্যাটিং ধসের দিনে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি অধিনায়ক কোহলি। ৯১ রানে ৭ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে এক ঘরে হয়ে যায় ভারত। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া রোহিত ফেরেন মাত্র ২ রান করে। 

রোহিত শর্মা আউট হওয়ার ঠিক পরের ওভারেই প্যাভেলিয়নে ফেরেন অন্য ওপেনার শিখর ধাওয়ান। ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেন্ট বোল্টের বলে স্ট্যাম্প ভেঙে যায় লোকেশ রাহুলের। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা রাহুল ফেরেন ১০ বলে মাত্র ৬ রান করে।

ব্যাটিংয়ে নেমে পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেন্ট বোল্টের বলে স্ট্যাম্প ভেঙে যায় লোকেশ রাহুলের। পরে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কোলিন ডি গ্র্যান্ডহোমের বলে সাজঘরে ফেরত যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক বোল্ড হওয়ার আগে ২৪ বলে মাত্র ১০ রান করার সুযোগ পান তিনি।

এছাড়াও হার্দিক পাণ্ডিয়া ও দিনেশ কার্তিকও নিজেদের নামের বিচার করতে পারেনি। পাণ্ডিয়া ৩০ রান এবং কার্তিক ৪ রানে সাজঘরে ফিরেন। ধোনি আউট হন ১৭ রান করে। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৫৪ এবং যাদবের ১৯ রানের উপর ভর করে ১৭৯ রান করে ভারত। ম্যাচে কিউইদের পক্ষে চার উইকেট নেন টেন্ট বোল্ড এবং নিশাম নেন তিন উইকেট। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর