আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগুয়েরোকে নিয়ে মজার একটি ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি। এতে দেখা গেছে রুমের মধ্যে ঘুমিয়ে আছেন আগুয়েরো। আর তার বিছানার পাশেই পানীয় হাতে বসে আছেন লিওনেল মেসি।
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে তার শিরোনাম দিয়েছেন, 'সতীর্থের সাথে পানীয় উপভোগ করছি!' এরইমধ্যে ছবিটিতে লাইক পড়েছে ৭১ লাখ ৬৫ হাজারেরও বেশি বার।
ঘুম থেকে উঠে মেসির এই কাণ্ড থেকে ছবিতে মন্তব্য করেছেন আগুয়েরোও। লিখেছেন, 'অ্যালাম ক্লর্ক বাজেনি!'
ছবিতে আরও মন্তব্য করেছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার, দানি আলভেজ, পাওলিনহো, আর্জেন্টাইন ফুটবলার এরিক লামেলা।
সূত্র: মার্কা
বিডি প্রতিদিন/ফারজানা