ইতিহাস গড়লেন বাংলাদেশি আর্চার রোমান সানা। টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেন বাংলাদেশের এই আর্চার।
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ রিকার্ভ ইভেন্টে সেমিফাইনালে খেলার সুবাদে এ সুযোগ পেলেন তিনি।
ফাইনালে উঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মোহাম্মদ খায়রুল আনোয়ারের কাছে ৭-৩ সেট পয়েন্টে হারেন রোমান। প্রথম সেট ড্র’ এর পর দ্বিতীয় সেটে ২৯-২৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন রোমান সানা। তৃতীয় ও ৪র্থ সেটে ড্র করে আশা বাঁচিয়ে রাখেন তিনি। তবে শেষ সেটে আবারো সেই ২৯-২৬ পয়েন্টে হেরে বিদায় নেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম