কোপা আমেরিকার চলতি আসরের শুরুটা দুর্দান্ত হয় ব্রাজিলের। তবে দারুণ ছন্দে থাকা ব্রাজিলকে আটকে দেয় ভেনেজুয়েলা। গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় যদিও ৬০ মিনিটে ও ৮৭ মিনিটে দুটি গোলের দেখা পায় স্বাগতিক ব্রাজিল। কিন্তু তা ভিএআরে বাতিল হয়ে যায়। বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে ‘এ’ গ্রুপের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে।
এদিন ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখে ব্রাজিল। পঞ্চদশ মিনিটে প্রথম গোলের সুযোগও পেয়ে যায়। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন দাভিদ নেরেস। প্রথমার্ধ গোল শূন্যতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখা ব্রাজিলের ৫০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট করে। ৬০তম মিনিটে জালে বল পাঠায় রিশার্লিসনের বদলি নামা গাব্রিয়েল জেসুস। কিন্তু সে গোলটিও ভিএআরের সাহায্যে অফসাইডের সংকেত দিয়ে বাতিল করে দেন রেফারি।
৯০ মিনিটে এভেরতনের কাটব্যাক পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন কুতিনহো। তবে ভিএআরের সাহায্যে আবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।
উল্লেখ্য, দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে এ’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ