২০ জুলাই, ২০১৯ ১১:৫৩

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে চমক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে চমক

ইংল্যান্ড বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি লঙ্কানদের। ৯ ম্যাচ খেলে চারটিতে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা দল। গ্রুপপর্বে ৬ষ্ঠ হয়েই দেশে ফিরতে হয় তাদের। এদিকে, আগামী ২৬ জুলাই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবে লঙ্কানরা। সেই সিরিজকে সামনে রেখেই দলকে শক্তিশালী করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে টিম শ্রীলঙ্কা।

ইতিমধ্যে ২২ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে তারা। সেখানে জায়গা হয়েছে চার ক্রিকেটারের। তারা হলেন - নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, আকিলা ধনঞ্জয়া এবং লক্ষ্মণ সান্দাকানকে। অন্যদিকে, দলে জায়গা হয়নি মিলিন্দা সিরিবর্ধনে, জীবন মেন্ডিস, পেসার সুরাঙ্গা লাকমাল এবং লেগ স্পিনার জেফ্রি ভেন্ডারসির।

তবে দলে রয়েছেন বিশ্বকাপে ৫ উইকেট নেয়া ধনঞ্জয়া ডি সিলভা। আরও রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়াওয়ানিদু হাসারাঙ্গা, আমিলা আপোনসো এবং শেনান জয়সুরিয়ার। পেস আক্রমণে লাসিথ মালিঙ্গাতো আছেনই। তাকে সঙ্গ দেবেন কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং লাহিরু মাধুসাংকারা। 

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিসকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমানে, শেনান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুসকা গুনাথিলাকা, দাসুন সানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাধুসাংকা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর