২৩ জুলাই, ২০১৯ ১৬:৪৬

হাফসেঞ্চুরির পর ফিরলেন মুশফিক

অনলাইন ডেস্ক

হাফসেঞ্চুরির পর ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচ শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। তবে ১৩১ রানে মুশফিকুর রহিমের আউটের পর কিছুটা বিপাকে পড়ে তামিম বাহিনী। এর আগে, ১৩ রানে সৌম্য এবং ৩৭ রানে ফিরে গেছেন অধিনায়ক তামিক ইকবাল। দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিম ৪৬ বলে ৫০ রান করে ফিরে যান। এই প্রতিবেদন লেখার সময় ২৮ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন মোহাম্মদ মিথুন (৩৭) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১০)।

এর আগে, বল হাতে প্রস্তুতির শুরুটাও দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এ সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে তারা। ৬৩ বলে ৬টি করে চার-ছক্কায় ৮৬ রানের হার না মানা টর্নেডো ইনিংস খেলেন দানুশ শানাকা। নবম ব্যাটসম্যান হিসেবে তাকে সঙ্গ দেয়া অপোন্সো ১৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া শেহান জয়সুরিয়ার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান। টাইগারদের হয়ে রুবেল হোসেন ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।

 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর