টানা চতুর্থবারের মত পৃথিবীর সবচেয়ে ধনী ক্লাব হলো যুক্তরাষ্ট্রের ডালাস কাউবয়েজ। আমেরিকান ফুটবল দলটির সম্পদ ৫ বিলিয়ন ডলার। দুইয়ে মেজর লিগ বেসবলের নিউইয়র্ক ইয়াঙ্কিস।
তিন বিলিয়ন ডলারের উপর আয় নিয়ে সেরা দশে আছে বাস্কেটবলের নিউইয়র্ক নিকস, লস অ্যাঞ্জেলেস লেকার্স ও গোল্ডেন স্টেটস ওয়ারিয়র্স।
জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ৪.২৪ বিলিয়ন ডলার লস ব্ল্যাঙ্কোদের। ৪ বিলিয়ন ডলার প্রোপার্টি চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার। ম্যানচেস্টার ইউনাইটেড তৃতীয় ধনী ক্লাব ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার নিয়ে। বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুলের সম্পদ প্রায় কাছাকাছি।
উল্লেখ্য, ধনীর তালিকার সেরা পঞ্চাশের ২৫ টিরও বেশী দল আমেরিকান ফুটবলের, যা সবচেয়ে ব্যয়বহুল পেশাদার লিগ। জুভেন্টাস, টটেনহ্যাম বিশ্বের সেরা ৫০ ধনী ক্লাবের মধ্যেও নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ