বিশ্বকাপের পর বিসিসিআই বিশ্বকাপের পর বিরাট কোহলিকে বিশ্রাম নেওয়ার কথা বলেছিল। কিন্তু বিরাট রাজি হননি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর গোটা দল ছিল বিধ্বস্ত। এই অবস্থায় দলকে ছেড়ে বিশ্রাম নেওয়ার কথা মাথায় আসেনি বিরাটের। তিনি ক্যারিবিয়ান সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এক সংবাদমাধ্যম দাবি করেছে, ‘অনেকেই বিশ্বকাপের পর বিরাটকে বিশ্রাম নেওয়ার কথা ভেবেছিল। ভবিষ্যতের সফরগুলোর কথা চিন্তা করে। কিন্তু বিরাট নিজে মনে করেন, দলের এখন তাকে প্রয়োজন। সতীর্থরা বিশ্বকাপ জিততে না পারায় হতাশ রয়েছে। তাই বিরাট ক্যারিবিয়ান সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
বেশ কিছু নতুন মুখকে ক্যারিবিয়ান সফরে সুযোগ দেওয়া হয়েছে। শিখর ধাওয়ানের মতো সিনিয়রও ফিরেছেন। শক্তিশালী ও ভারসাম্যযুক্ত দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ভারত। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। সিরিজ শুরু ৩ আগস্ট টি২০ ম্যাচ দিয়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ