শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন।বুধবার তিনি এ ঘোষণা দেন।
আকস্মিকভাবেই এলো কুলাসেকারার এ ঘোষণা। বছর দু'য়েক থেকে জাতীয় দলে অনিয়মিত তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুযোগ পাননি। সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি।
উল্লেখ্য, ২০০৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২১ বছর বয়সে ওয়ানডে অভিষেক হয় কুলাসেকারারা। দেশের জার্সিতে ২১ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন তিনি। ১৮৪ ওয়ানডে খেলে মাত্র ৪.৯০ ইকোনমিতে শিকার করেছেন ১৯৯ উইকেট। আর ৫৮ টি-টোয়েন্টিতে উইকেট তুলে নিয়েছেন ৬৬টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ