বর্তমান সময়ের দুই জনপ্রিয় ফুটবলার লুইস সুয়ারেজ ও মোহম্মদ সালাহকে হারিয়ে দিলেন বিরাট কোহলি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আয়ের তালিকায় কোহলি এগিয়ে গেলেন সুয়ারেজ ও সালাহ'র থেকে।
ছবি পোস্ট করে আয়ের দিক থেকে প্রথম ১০০ জনের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে মাত্র দু'জন ভারতীয় রয়েছেন। কোহলি ছাড়াও আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কোহলি জায়গা পেয়েছেন ২৩ নম্বরে।
৩ কোটি ৬০ লক্ষ ফলোয়ার থাকা কোহলি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট করে ১ লাখ ৯৬ হাজার ডলার (১ কোটি ৩৫ লাখ টাকা) করে পান। প্রথম ১০০ জনে তিনিই একমাত্র ক্রিকেটার। প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ। তিনি ১৯ নম্বরে রয়েছেন। তার পোস্টপিছু আয় ২ লাখ ৭১ হাজার ডলার (প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা)।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ