স্টিভ রোডসের বিদায়ের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন এবার ডালাপালা মেলছে। বিসিবি সভাপতি তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করায় হাথুরুসিংহের ফেরার সম্ভবনা বাড়ছে বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ওয়েবসাইটটি জানায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার জানায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পর টাইগারদের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহ একজন প্রার্থী হতে পারেন। এ কথার মাধ্যমে হাথুরুসিংহের ফেরা বাস্তবতার দিয়ে এগিয়ে যাচ্ছে।
বিসিবি প্রধান বলেন, এখন তো শ্রীলঙ্কা সিরিজ কেবল শুরু হচ্ছে, হাতুরুসিংহের সঙ্গে কথা বলা যাবে না। যদি তার আসার ইচ্ছে থাকে সিরিজের পর সে একজন প্রার্থী হবে। আমরা যত দ্রুত সম্ভব কোচ নিয়োগ দিতে চাই। কথাবর্তা চলছে কিন্তু বিশ্বকাপের পর বর্তমান চাকরিতে কয়েকজনের কমিটমেন্ট এখনও শেষ হয়নি।
বিডি-প্রতিদিন/মাহবুব