দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু হলের ৪৪তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। যথারীতি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সকাল সকাল টুইট করে অ্যান্ড্রু হলের ৪৪তম জন্মদিনটির কথাটি জানায় দেওয়া হয় বিশ্ববাসীকে।
টুইটারে করা সেই পোস্টের ভাষা ছিল এমন, ‘শুভ জন্মদিন অ্যান্ড্রু হল। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ফাস্ট বোলিং অলরাউন্ডার। হল দক্ষিণ আফ্রিকার হয়ে ১১১টি আন্তর্জাতিক ম্যাচে মোট ১৪৩টি উইকেট নিয়েছেন। এবং রান করেছেন ১৬০০’র বেশি।’
কিন্তু অ্যান্ড্রু হলের জায়গায় আইসিসি যে ছবিটা ব্যবহার করেছে সেটা ছিল মূলতঃ সম্প্রতি বাংলাদেশ তাদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া চার্ল ল্যাঙ্গাভেল্টের ছবি। আইসিসির এই ভুল ধরিয়ে দিয়ে রি-টুইট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অ্যান্ড্রু হলের সঠিক ছবি দিয়ে বিসিবি লিখে দিয়েছে, ‘ওটা হচ্ছে আমাদের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। অ্যান্ড্রু হলকে শুভ জন্মদিন।’
বিসিবির রি-টুইটের পরপরই তড়িগড়ি করে আগের টুইট ডিলিট করে দেয় আইসিসি এবং নতুন করে সঠিক ছবি দিয়ে আবারও টুইট করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ