আন্দ্রে রাসেলকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা গিয়েছিল সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে। বিশ্ব প্রতিযোগিতার ওই টুর্নামেন্টেই হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি।
হাঁটুর অস্ত্রোপচারের পর সেরে উঠলে কয়েক দিন আগে মাঠে ফেরেন রাসেল। এসেই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে মাঠ কাঁপাতে থাকেন তিনি।
সেখান থেকে খেলে শনিবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার কথা ছিল তার। এমন সময় আন্দ্রে রাসেল জানিয়ে দিলেন, দেশের হয়ে আর কোনও টি-টোয়েন্টি খেলবেন না। কিন্তু কেন?
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) এক বিবৃতিতে আন্দ্রে রাসেলের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লোরিডায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তাই দেখা যাবে না মারকুটে এই অলরাউন্ডারকে।
মাঠে ফেরার প্রস্তুতি ছিল। কিন্তু হাঁটুটায় খুব একটা স্বস্তি পাচ্ছেন না আন্দ্রে রাসেল। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়েই নাকি অস্বস্তি বোধ করেন এই অলরাউন্ডার। নিজেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন বোর্ডকে। ফলে তার স্থলাভিষিক্ত হিসেবে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মদ।
ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত হেড কোচ ফ্লয়েড রেইফার মানছেন রাসেলের মতো একজন অলরাউন্ডারের শূন্যস্থান পূরণ সম্ভব নয়।
তবে দলে আসা জেসনকে নিয়েও আশাবাদী তিনি, ‘আন্দ্রে রাসেল বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলেন প্রতাপের সাথে। ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। তার মতো একজনের শূন্যস্থান পূরণ সম্ভব নয়। তবে আমরা বিশ্বাস করি, জেসনও ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম। এই লেভেলে তার প্রতি আমাদের আস্থা আছে। সে দলকে জেতাতে পারে।’
বিডি প্রতিদিন/কালাম