বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের আসন্ন সপ্তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা।
বিপিএলের গত আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মুশফিক। অন্যদিকে, গতবার তামিম ইকবাল কুমিল্লার হয়ে আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিলেন।
বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গোছানো শুরু করেছে । একে একে তারা বড় তারকাদের দলে ভেড়াচ্ছে। ইতিমধ্যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিক চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন। এবার চিটাগং ভাইকিংস তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে মুশফিককে নিয়েছে কুমিল্লা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ