প্রথম ইনিংসের হিসাবে ৯০ রানে পিছিয়ে পড়েও এজবাস্টন টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ম্যাথিউ ওয়েডের জোড়া সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে বর রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। অর্থাৎ ইংল্যান্ডের থেকে ৩৯৭ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। যার ফলে জিততে হলে শেষ ইনিংসে ইংল্যান্ডকে তুলতে হবে ৩৯৮ রান।
আপাতত চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৩ রান তুলেছে। ১০ উইকেট হাতে নিয়ে এজবাস্টনের শেষ দিনে জয়ের জন্য আরও ৩৮৫ রান সংগ্রহ করতে হবে ব্রিটিশদের। কাজটা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন সন্দেহ নেই। দ্রুত রান তুলে ম্যাচ জয়ের তাগিদ দেখাতে গেলে উইকেট হারানোর ভ্রুকুটি থেকেই যায়।
ফলে ইংল্যান্ডের সামনে হারের আশঙ্কাও বজায় রয়েছে পুরো মাত্রায়। অন্যদিকে, এজবাস্টনে চলতি অ্যাশেজ তথা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয় নথিভূক্ত করতে হলে শেষদিনে অস্ট্রেলিয়ার দরকার ১০টি উইকেট। বার্মিংহ্যামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৮৪ রানে। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৭৪ রান তুলে। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া দাঁড়িয়েছিল ৩ উইকেটে ১২৪ রানে। স্মিথ অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৪৬ রানে। তারপর থেকে খেলা শুরু করে স্মিথ প্রথমে হাফ সেঞ্চুরির গণ্ডি টপকে যান।
লাঞ্চের ঠিক পরেই পেরিয়ে যান ৩ অঙ্কের গণ্ডিও। ১৪৭ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করা স্মিথ শেষ পর্যন্ত ১৪টি বাউন্ডারির সাহায্যে ২০৭ বলে ১৪২ রান করে আউট হন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৪৪ রান। অর্থাৎ চলতি টেস্টে এটি স্মিথের দ্বিতীয় শতরান। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একই অ্যাশেজ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার নজির গড়েন স্মিথ। অ্যাশেজে এটি তার দশম শতরান। টেস্ট ক্যারিয়ারে ২৫ নম্বর সেঞ্চুরি করে স্মিথ ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি ও পাকিস্তানের ইনজামাম-উল-হককে। স্মিথ ছাড়া দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ম্যাথিউ ওয়েড।
তিনি ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ১১০ রান করে আউট হন। এছাড়া ট্রেভিস হেড ৫১, টিম পেইন ৩৪, জেমস প্যাটিনসন অপরাজিত ৪৭ ও প্যাট কামিন্স অপরাজিত ২৬ রানের যোগদান রাখেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৮৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন বেন স্টোকস। ১৩০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন মঈন আলি। এছাড়া একটি করে উইকেট দখল করেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে জো বার্নস ৭ ও জেসন রয় ৬ রান করে অপরাজিত রয়েছেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ