লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উয়েফা মেনস প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন লিভারপুল ও নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। মোনাকোতে বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম কোনো রক্ষণভাগের ফুটবলার হিসেবেও এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন তিনি।
২০১৮-১৯ মৌসুমটা স্বপ্নে মতো কেটেছে ফন ডাইকের। ইংলিশ ক্লাব লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ডাচ তারকা। এছাড়া জাতীয় দল নেদারল্যান্ডসকে নিয়ে গেছেন ইউরোপা ন্যাশন্স লিগের ফাইনালে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ