ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলতি অ্যাশেজ সিরিজে ফেরার স্বপ্ন শেষ ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের।
ইংল্যান্ড ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী (৫৪০), ৩৭ বছরের অ্যান্ডারসন এবার এজবাস্টনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র চার ওভার বল করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফিটনেস বাড়াতে তিনি ফিরে গিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। কিন্তু ডারহ্যামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও কিছু করতে পারেননি তিনি। ইংল্যান্ড বোর্ডের তরফে জানানো হয়েছে, তাঁর পায়ের পেশিতে চোট রয়েছে। ফলে বাকি দুই টেস্টে অ্যান্ডারসনের দলে ফেরার কোন সুযোগ নেই।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট শুরুর আগে অ্যান্ডারসনের ছিটকে যাওয়ার ঘটনা ইংল্যান্ড শিবিরের কাছে বড় ধাক্কা।
তবে খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না অস্ট্রেলিয়াও। ঘাড়ের চোট সামলে চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ ফিরতে পারেন কি না, সে দিকেই তাকিয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ